//
I'm
এক নজরে ইশতেহার
জনগণমুখী ইউনিয়ন পরিষদ
জন্ম সনদ মৃত্যু সনদ চারিত্রিক সনদ নিতে দীর্ঘ বিড়ম্বনার মহাদান ইউনিয়নে থাকবে না।
দূর্নীতিমুক্ত মহাদান।
সকল দল মতের উর্ধে উঠে সকল কে মূল্যায়ন
যোগ্যদের পরিষদে সম্পৃক্তকরণ
ভিক্ষুকমুক্ত মহাদান
সবার সবার জন্য নিরাপদ পানি ও সেনিটেশন
মহাদানের জন্য ডিজিটাল ব্লাড ব্যাংক এর যাত্রা শুরু http://bloodbank.mahadanunion.com
মাসে দুই দিন ফ্রি আইনি পরামর্শ দেয়া হবে। এলাকার সমস্ত মামলা ইউনিয়ন পরিষদে সমাধান করা হবে। সাম্য, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে গ্রাম আদালত কে সক্রিয় করা হবে। সাবেক ও বর্তমান চেয়ারম্যান –মেম্বার এবং গণ্যমান্য ব্যাক্তিদের সমন্বয়ে শক্তিশালী ইউনিয়ন শালিস বোর্ড গঠন করা হবে। সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।
পরিষদের কোনো কাজে দশমিক এক শতাংশ দূর্নীতি সহ্য করা হবে না ইনশাআল্লাহ। পরিষদের কারও বিরুদ্ধে যদি ঘুষের অভিযোগ প্রমাণিত হয়, তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। দূর্নীতিবাজদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। দরিদ্রদের অধিকারে কোনো কালো হাত বরদাশত করা হবে না। পরিষদে হয় দূর্নীতি থাকবে, নয়তো আমি থাকব।