//
I'm
আপনার মতে জামায়াতে ইসলামীর মূল অর্জন কী?!
Date : April 16, 2022, 2:33 a.m.
Blogger Name: Puspita
মাঝে মাঝে জামায়াতে ইসলামীরও কিছু বিষয় নিয়ে সমালোচনা বা পর্যালোচনা টাইপের লিখি। তাই একজন জানতে চেয়েছেন, আমার মতে জামায়াতের মূল অর্জন কী?!
প্রশ্নটি শুনে নঈম সিদ্দীকির, মানবতার বন্ধু মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) বইটির কথা মনে পড়ে গেল। বইটির ব্যাপারে লেখক নিজে লিখেছেন এভাবে, "বইটি পড়ার মাধ্যমে রাসুল (সাঃ) এর পবিত্র জীবনেতিহাসের একটা সামগ্রিক অধ্যয়ন সম্পন্ন হয়ে যাবে। এতে ঘটনাবলী এমন ধারাবাহিকতার সাথে আবর্তিত হয়েছে যে, পাঠক স্বয়ং এতে অংশীদার হয়ে যাবেন এবং নিজেকে হক ও বাতিলের দ্বন্দে জড়িত বলে অনুভব করবেন।"
আসলেই বইটি সে ধরনের। রাসুল (সাঃ) এর অন্যান্য সীরাত গ্রন্থ পাঠ করলে সাহিত্য পড়া বা ইতিহাস জানার অনুভূতি জাগে, আর নঈম সিদ্দীকির বইটি পড়লে মনে হবে আমি নিজেও সেই ঘটনার সাথে জড়িয়ে আছি। রাসুল (সাঃ) প্রতিটি পদক্ষেপের সাথে আমি আছি। আমি আছি সেই আকাবার শপথে, আমি আছি উহুদে, আমি আছি সুমাইয়ার পাশে, আমি আছি খন্দকে।
জামায়াতে ইসলামীর সাথে অন্যান্য ইসলামী দলের পার্থক্য আমার কাছে ঠিক এখানেই মনে হয়। জামায়াতে ইসলামীর কৃতিত্ব এখানে যে তারা ইসলামকে এমন ভাবে উপস্থাপন করতে পেরেছে যাতে একজন মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আলো দেখতে পায়, সেই আলোতে পথের দিশা পায়। জামায়াতের দাওয়াতের কারণে মানুষের মনমগজ, চিন্তাধারা পাল্টে যায়, রীতিনীতি, দৃষ্টিভঙ্গি বদলে যায়, নৈতিক মূল্যবোধের রূপান্তর ঘটে যায়।
সেটা কীভাবে?!
জামায়াতে ইসলামী এমন ভাবে চিন্তা করতে শিখায় যাতে মসজিদ থেকে বাজার, বিদ্যালয় থেকে আদালত, ঘর থেকে রণাঙ্গন, পরিবার থেকে রাষ্ট্র, সমগ্র সমাজ, সভ্যতাকে আল্লাহর রঙে রাঙিয়ে সবকিছুকে পাল্টিয়ে দেয়ার মানসিকতা তৈরি হয়।
এ অঞ্চলে জামায়াতে ইসলামীর আগে এসব নিয়ে চিন্তা, ভাবনা করার মতো কেউ আসলেই ছিল না, করেনি। ইসলামকে এভাবে কেউ আগে উপস্থাপন করেনি, ইসলামের এই সোন্দর্য, মাধুর্য আর কেউ তুলে ধরতে পারেনি। সহজে বেহেশত পাওয়ার লোভ ও দোজখ থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় দুনিয়া পুরোটা শয়তানের হাতে ছেড়ে দিয়ে পুরোপুরি বৈরাগ্যবাদী এক ইসলাম আমাদের শিখানো হচ্ছিল। যে ইসলাম মানুষের কোন কাজে আসে না। এই ইসলাম মুহাম্মদ (সাঃ) এর ইসলাম না, এই ইসলাম কুরআনে নেই, এই ইসলাম হাদীসে নেই।
সেই বৈরাগ্যবাদী ইসলাম থেকে মানুষের মননকে রাসুল (সাঃ) পরিপূর্ণ দাওয়াত, লক্ষ্যের দিকে ফিরিয়ে আনতে পারাটাকেই আমার কাছে জামায়াতে ইসলামীর মূল অর্জন বলে হয়।
July 21, 2021 | 100 Comments
চেয়ারম্যান পদপ্রার্থী মহাদান ইউনিয়ন।মনে প্রানে আমি একজন ইসলামের সমর্থক।জনগনের জন্য কাজ করতে চাই।