//
I'm
হিন্দু দেখতে কেমন? হিন্দু কোথায় থাকে?
Date : April 22, 2022, 1:30 p.m.
Blogger Name: ঝুমুর রয়
আমি সেই সকাল থেকে রাত,আবার রাত থেকে সকাল,দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস,মাস থেকে বছর,বছর থেকে যুগ- শুধুই খুঁজে চলেছি হিন্দু। আমি তো ভারতবর্ষে কোন হিন্দুর সন্ধান পেলামনা। হিন্দু দেখতে কেমন? হিন্দু কোথায় থাকে?
আমি হিন্দু নই,আপনিও হিন্দু নন।বৌদ্ধ, জৈন,শিখ,আদিবাসী, মুসলিম, খ্রিস্টান, এঁরা কেউই হিন্দু নয়।বারো কোটি আদিবাসীরা প্রমাণ করেছেন যে তাঁরা হিন্দু নন।পনেরো কোটি মুসলিমের বসবাস ভারতে, তাঁরা হিন্দু নয়।চব্বিশ কোটি এসসি যাঁদেরও মাতৃভূমি ভারত,তাঁরাও অবশ্যই হিন্দু নন।বাহান্ন কোটি ওবিসি'র জন্ম এই ভারতেই,তাঁরাও হিন্দু নন।দু কোটি আশি লাখ শিখ এই ভারতেই লালিত-পালিত,তাঁরাও হিন্দু নন।তেতাল্লিশ লাখ জৈন ভারত মাতার-ই সন্তান, তারাও হিন্দু নন!আড়াই কোটি খ্রিস্টান, তাঁরাও হিন্দু নন।এক কোটি বৌদ্ধ,ভারতমাতার গর্ভেই যাঁদের জন্ম,তারাও হিন্দু নন।দু কোটি মতুয়া,তারাও হিন্দু নন।
তাহলে হিন্দু কারা?
হিন্দু কোথায় লেখা আছে? সহজ উত্তর আসবে- হিন্দু শাস্ত্রে।
হিন্দু শাস্ত্র কে লিখেছে?
-- ব্রাহ্মণেরা।
ব্রাহ্মণ শ্রেষ্ঠ কোথায় পাওয়া যায়?
-- ব্রাহ্মণ শাস্ত্র গুলিতে।
বর্ণপ্রথা কে বানিয়েছে?
-- ব্রাহ্মণেরা
দেবদেবীর রূপ,আকার,আকৃতি,পূজা,পূজার মন্ত্র এসব কারা তৈরী করেছে?
-- ব্রাহ্মণেরা।
শ্রাদ্ধ, স্বর্গ, নরক,ব্রাহ্মণ, বৈশ্য,ক্ষত্রিয়,শূদ্র, অতি শূদ্র, উঁচু জাত,নিচু জাত - এসব কারা তৈরী করলো?
-- ব্রাহ্মণেরা।
ব্রাহ্মণদের কারা তৈরী করলো?
-- ব্রাহ্মণেরা।
আমি, আপনি ছোট জাত,নিচু জাত কে বলেছে?
-- ব্রাহ্মণেরা।
ব্রাহ্মণেরা বলল,আর আপনি মেনে নিলেন!
ব্রাহ্মণেরা যদি বলে আপনার বাবা চোর,ডাকাত,ধর্ষক ছিল।যদি বলে আপনার বাবার অবৈধ সন্তান আপনি!
মেনে নিবেন? জানি মেনে নিবেন না।কারণ আপনি তখন প্রমাণ চাইবেন নিশ্চয়।
তাহলে ঐ সকল ক্ষেত্রে প্রমাণ না চেয়েই মেনে নিচ্ছেন কেন?
(ঝুমুর রয়।)
July 21, 2021 | 100 Comments