//
I'm
মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,ডা.জমসেদ আলী তালুকদার
Date : April 21, 2022, 8:20 p.m.
Blogger Name: Mohammad Amin
আমার নানা মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,ডা.জমসেদ আলী তালুকদার ছিলেন পরোপকারী, সমাজসেবী ও ন্যায়পরায়ন চেয়ারম্যান। তিনি সে সময় মুসলিমলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন একাধারে চেয়ারম্যান, অপরপক্ষে হোমিওপ্যাথিক প্রেকটিশনার ডা.। তিনি সুদীর্ঘ ২২বৎসর গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্বপালন করেন। তিনি ডাক্তারি করতেন সমাজ সেবার অংশ হিসাবে। কখনো রোগীদের নিকট থেকে কোন অর্থ গ্রহন করতেন না। তিনি ছিলেন অত্যাচারীর বিরুদ্ধে রুদ্রমূর্তি।
তৎকালে গোলাবাড়ী ইউনিয়নে মাখনবাবু নামে এক অত্যাচারী চেয়ারম্যান ছিল। সে ছিল স্বৈরাচারী কায়দার প্রতিমুর্ত্তি। মুসলিম মেম্বারদের প্রতি তার আচরন ছিল নিকৃষ্টতম ও ঔদ্ধত্যপূর্ন। সে মুসলিম মেম্বারদেরকে হিংসার চোখে দেখত ও ঘৃনা করত। মুসলিম মেম্বারদের প্রতি তার ধর্মীয় দ্বিচারী মনোভাব ছিল প্রকট আর প্রতিহিংসাপূর্ন। মুসলিম মেম্বারদেরকে বসতে দিত চাটাই আর পীড়িতে। আর নিজে মহারাজার মতো চেয়ারে বসে মুসলিম মেম্বারদের কে বলতো তার হুক্কা সাজিয়ে দিতে। মুসলিম মেম্বারদেরকে দিয়ে বিভিন্ন ফরমায়েশি কাজকর্ম করিয়ে নিতেন।
এসব কথা নানার কানে যায়। তিনি অন্তর্দাহে ফুসতে থাকেন।
মনে মনে প্রস্তুতি নিতে থাকেন চেয়ারম্যান নির্বাচনে অংশ নেয়ার। তখন আড়ালিয়া গ্রামের মেম্বার গেদা মৃধাসহ অন্যান্য মেম্বারদের অনুরোধ আর সমর্থনে পরবর্তীতে নানা মাখনবাবুকে চিরদিনের মতো হারিয়ে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন এবং ২২ বছর বাবৎ আমৃত্যু চেয়ারম্যান হিসাবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
July 21, 2021 | 100 Comments