//
I'm
সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কার গুরুত্ব কতটুকু
Date : April 4, 2022, 1:06 p.m.
Blogger Name: 1
সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কার গুরুত্ব কতটুকু
সার্চ ইন্জিন অপটিমাইজেশন বেশ কয়েকটি মৌলিক বিষয় নিয়ে গঠিত।তার মধ্যে কি কিছু কিছু মৌলিক বিষয় আছে যাদের গুরুত্ব খুব বেশী।আজ আমি আপনাদেরকে জানাবো SEO তে কার গুরুত্ব কেমন।
বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবমাষ্টারদের মধ্যে এ নিয়ে বেশ মতবিরোধ আছে।কেউ বলে ব্যাক লিংকের প্রয়োজন বেশি আবার অনেকে বলে কী-ওয়ার্ড হল কাজের জিনিস।এরকম হাজারো মতের মধ্যে সবচেয়ে প্রমাণিত ও গ্রহনযোগ্য মত দিয়েছে ।তারা সার্চ ইন্জিন অপটিমাইজেশনকে ১০০% এ ভাগ করে বের করেছে সার্চ ইন্জিনে অ্যালগারিদমে কোন বিষয় গুলো বেশি গুরুত্বপূর্ণ।আসুন দেখে আসি নিচের ছবিটি।
উপরের ছবি থেকে বোঝা যাচ্ছে যে সার্চ ইন্জিন অপটিমাইজেশনে তারা ৭ টি বিষয়কে গুরুত্ব দিয়েছে।সেগুলো হল
১।ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত তথ্য
২।লিংক পপুলারিটি বা সাইটের ব্যাকলিংক।
৩।ব্যাক লিংকের আনকের টেক্সট।
৪।সাইটে কী-ওয়ার্ড ব্যবহার।
৫।রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা।
৬।ওয়েব সাইটের ভিজির বা ট্রাফিকের পরিমান।
৭।সামাজিক ওয়েব সাইটে জনপ্রিয়তা।(বিষয়টা আমি পরিস্কার নই।কেউ বুঝলে বলবেন প্লিজ)
July 21, 2021 | 100 Comments