//

I'm

Md Abu Taher

Social Worker, Chairman Candidate, Consultant, Businessman, Political Person, Public Figure

Abu Taher
Dummy Image

সার্চ ইন্জিন অপটিমাইজেশনের উপকারীতা ব্যাকলিংক

Date : April 4, 2022, 5:11 p.m.

Blogger Name: 1

আসুন নিচে এ সব নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাকঃ

১।ডোমেইন নেম বা ডোমেইন সংক্রান্ত তথ্য। 23.87%

এখানে দেখা যাচ্ছে যে সার্চ ইন্জিন অপটিমাইজেশনের ১০০% এর মধ্যে ২৩.৮৭% ই হলো ডোমেন নেইম এর তথ্য।তাহলে চিন্তা করুন ডোমেনের নামকরণ বা এর সঠিক তথ্য সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কতটা গুরুত্বপূর্ণ।তাই এসইও করার সময় প্রথমেই আপনাকে নজর দিতে হবে আপনার ডোমেইনের নামের দিকে।লক্ষ্য রাখতে হবে আপনি যে বিষয় নিয়ে এসইও করতে যাচ্ছেন সে বিষয় এর সাথে আপনার ডোমেইন নামের মিল থাকে।আপনার সাইট যদি হয় গান ডাউনলোডের আর নাম যদি হয় surtarongo.com (সুর তরংগ)তা হলে আর এসইও করার দরকার নেই।

২।লিংক পপুলারিটি বা সাইটের ব্যাকলিংক।২২.৩৩%

বরাবরই বলা হয় যে সার্চ ইন্জিন অপটিমাইজেশনে ব্যাক লিংক "বিল্ডিং ফাউন্ডেশনের" মত কাজ করে।যার প্রমান মিললো এখানে।এখানে এসইও এর ১০০% মধ্যে ব্যাক লিংক বা লিংক পপুলারিটি দখল করে আছে ২২.৩৩% স্থান।
তাই এসইও করার সময় এই ব্যাকলিংকে ফেলে দেওয়ার কোন কারণই নেই।কথাটা মাথায় রাখুন এসইও করার সময়।

৩।ব্যাক লিংকের আনকের টেক্সট।২০.২৬%

যদি কেউ আনকোর টেক্সেটকে না চিনেন তাহলে ছবিটা দেখুন।
dd
আমরা যখন সাইটে কোন লিংক দিই তখন লিংকটি একটা টেক্সটের মধ্যে রাখি।যেমন একটা সফটওয়্যার ডাউনলোডের লিংক দিলে তা হতে পারে Download Softwer বা click heare to Download ইত্যাদি।এখানে আপনি যে লিংকটা দিলেন তার আনকোর টেক্স হল এই Download Softwer বা click heare to Download।ব্যাক লিংকের সাথে আনকোর টেক্সটের একটা মিল রয়েছে।যেমন আপনি যখন কোথাও আপনার লিংক দিবেন তখন আপনার লিংকের সাথেই আনকোর টেক্সটটি দেয়ে দিতে পারেন।এসকল নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো।

৪।সাইটে কী-ওয়ার্ড ব্যবহার।১৫.০৪%

১০০% এসইওর মধ্যে ১৫.০৪% স্থান কিন্তু কম নয়।তাই বলা যায় সাইটের ব্যবহারিত কী-ওয়ার্ড সার্চ ইন্জিন অপটিমাইজেশনে বেশ ভূমিকা পালন করে।তাই ভালো ফল পেতে হলে সঠিক কী-ওয়ার্ড এর ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে।

৫।রেজিষ্টেশন হোস্টিং এর ডাটা।৬.৯১%

এই বিষয়টাকে আমরা অনেক গুরুত্ব সহকারে দেখিনা।কিন্তু এসইও তে এর ও অনেক গুরুত্ববহন করে থাকে।এখানে দেখা যাচ্ছে ৬.৯১% এই ওয়েব সাইটের রেজিষ্টেশন ও হোস্টিং এর ডাটা দখলে।তাই যতদূর সম্ভব আপনারা চেষ্টা করবেন ভালো ভালো সব ওয়েব সাইটের মাধ্যমে ডোমেন বা হোস্টিং করার।যেমন ভালো ভালো সাইটের মধ্যে godaddy.com সাইটটি বেশ ভালো।
অনান্য ১১.৫৯%

বাদ বাকি অন্য সব মিলে আছে ১১.৫৯%।এর মধ্যে আছে ,ওয়েব সাইটের ভিজির বা ট্রাফিকের পরিমান,সামাজিক ওয়েব সাইটে জনপ্রিয়তা।তবে এসব বিষয় গুলোর সাথে আমি অমত বা কিছুটা দ্বিধার মধ্যে আছি।তাই এসব নিয়ে আপনাদেরকেও বিভ্রান্তির মধ্যে রাখতে চাইনা।

এই এনালাইজিংটা seomoz.com সাইটের।তাছাড়া আরো অনেকে এ ধরনের এসইও এনালাইজিং করে থাকে।উল্লেখ্য যে এখানে একটা বড় বিষয় তারা আপডেট করে নি।তাহল ওয়েব সাইটের লোড স্প্রীড।কেননা গুগল বেশ কিছুদিন আগে ঘোষণা দেয় যে এখন থেকে সার্চ ইন্জিন অপটিমাইজেশনে সব কিছুর পাশাপশি সাইটের লোড স্প্রীড ও এর একটা অংশ হিসাবে ধরা হবে।আপনারা অনেক বলতে পারেন এখানে তো পেজ রেংক নিয়ে কোন কথা পেলাম না।পেজ রেংকের কথা অবশ্যই এর মধ্যে আছে যা তারা ব্যাকলিংক ও আনকোর টেক্সটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে।কেননা পেজরেংক তো এই দুইয়ের সমন্বয়।

তো আশা করি আমার প্রথম "SEO টিউটোরিয়াল" আপনাদের ভালো লেগেছে।আপনাদের ভালো লাগা পেলে আমি এটা নিয়মিত করতে চাই।কেমন লাগলো জানাতে ভুলবেন না।আর হ্যা আগামী পর্বে প্রকাশ হবে।কী-ওয়ার্ড নিয়ে বিস্তারিত টিউটোরোয়াল "কী-ওয়ার্ডের সঠিক ব্যবহার ও বাছাইকরণ এর ১ম অংশ" ।

কী-ওয়ার্ডের সঠিক ব্যবহার বাছাইকরণ ১ম অংশ:শুরু করছি সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে আমার ধারাবাহিক টিউন "SEO টিউটোরিয়াল"।প্রথমেই জানিয়ে রাখি ধারাবাহিক এই টিউনে মোট ১০ পর্ব বা বিষয় থাকবে এবং প্রতিটি পর্ব ২টি অংশে বিভক্ত থাকবে।এই টিউন গুলো এমন ভাবে সাজানো হবে যাতে করে নতুন ও পুরানো সকল ওয়েবমাষ্টাররা উপকৃত হয়।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি SEO টিউটোরিয়াল এর প্রথম পর্বের কী-ওয়ার্ডের সঠিক ব্যবহার ও বাছাইকরণ ১ম অংশ। আর একটা কথা যার এখন পর্যন্ত জানেন না SEO কি তারা এই টিউনে গিয়ে দেখতে পারেন।

প্রথমেই কী-ওয়ার্ড কি

সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কী-ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়।মূলত কী-ওয়ার্ডকে দুই ভাবে বলা যেতে পারে।১ম টি হচ্ছে যে সকল শব্দসমষ্টিকে কী-ওয়ার্ড বলে নিয়ে আপনি আপনার ওয়েব সাইটটি গঠন করেন তাকে আর ২য় টি হচ্ছে যে সকল মূলশব্দকে আপনি SEO করার জন্য বাছাই করেছেন তাকে কী-ওয়ার্ড।তবে আমার মত ২য় টাই SEO এর জন্য যথার্থ।কেননা SEO এর ভাষায় কী-ওয়ার্ড হল যে শব্দকে নিয়ে আপনি কাজ করবেন।

একটা উদাহারণ দেয়া যাক।যেমন আপনার একটা মুভি ডাউনলোডের সাইট আছে।সেক্ষেত্রে আপনার সাইটের কী-ওয়াড Download movie,Free download movie,movie watch and download এমন হওয়াই স্বভাবিক।আমরা যখন কোন কিছু সার্চ করার জন্য সার্চ বক্সে লিখি তখন সার্চ ইন্জিন সে শব্দের উপর ভিত্তি করেই ফলাফল প্রকাশ করে।আর আপনার প্রদত্ত শব্দটাই হয় কী-ওয়ার্ড।যেমন আপনি "bangladesh newspaper" লিখে সার্চ করলেন।এখানে "bangladesh newspaper" হল আপনার সার্চ কী-ওয়ার্ড।এতে সার্চ ইন্জিন আপনাকে অনেক গুলো সাইটের ফলাফল দেখাবে ।এই ফলাফল দেখানোর মানে হল সার্চ ইন্জিন আপনার প্রদত্ত সার্চ কী-ওয়ার্ডের উপর ভিত্তি করে আপনাকে ফলাফল দেখাচ্ছে।এই ফলাফলের তালিকাই যেসকল সাইট আছে তারা সবাই bangladesh newspaper কী-ওয়ার্ড নিয়ে সাইটটি বানিয়েছে।তাহলে বুঝাই যায় যে কী-ওয়ার্ড সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কতটা গুরুত্বপূর্ণ।

কেন এই কী-ওয়ার্ড বাছাইকরণ

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কী-ওয়ার্ড তো হল কিন্তু এ আবার বাছাই করবো কেন।আমরা কোন ভালো জিনিস পেতে যেমন বাছাই করি তেমনি সার্চ ইন্জিন অপটিমাইজেশনে ভালো ফল পেতে সঠিক কী-ওয়ার্ড বাছাইয়ের তুলনা হয় না।
আমরা অনেক সময় ভলো ফল পাবার জন্য বিভিন্ন হাই-কম্পিটেশন কী-ওয়ার্ড নিয়ে সাইট তৈরী করে থাকি।যেমন Download Software,Download Movie,Song,Music,Tips ইত্যাদি।এসব কী-ওয়ার্ড গুলো হাই ট্রাফিক সম্পূর্ণ।এক বার যদি এসব কী-ওয়ার্ডের ১ম পেজে থাকতে পারেন তাহলে কেল্লা ফতে।ভিজিটর নিয়া নো চিন্তা।কিন্তু এমন সব হাই-কম্পিটেশন কী-ওয়ার্ডে আছে প্রচুর প্রতিযোগীতা।ভালো ভালো ওয়েবমাষ্টাররা ও মাথার ঘাম পায়ে ফেলেন এসকল কী-ওয়ার্ড নিয়ে।তবে আমরা যেহেতু প্রথম থেকে শুরু করছি তাই এত বড় বড় কী-ওয়ার্ড নিয়ে মাথা ঘামাবো না।তাই আমাদের বের করতে হবে কিভাবে অন্যান কী-ওয়ার্ড ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়।আর এই ভালো ভালো কী-ওয়ার্ড পাওয়ার জন্যই আপনার এই কী-ওয়ার্ড বাছাইকরণ।
চমৎকার সব কী-ওয়ার্ড বাছাইয়ের মাধ্যমে আপনি পেতে পারেন অনেক ভালো ট্রাফিক।আসুন দেখা যাক কিভাবে আমরা কী-ওয়ার্ড বাছাই করবো।

কী-ওয়ার্ড বাছাইকরণ প্রক্রিয়া

কী-ওয়ার্ড বাছাইকরণের সময় প্রথমে আপনাকে যে জিনিসটাকে মাথায় আনতে হবে তাহল সুনির্দিষ্ট লক্ষ্য।এখানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যে বিষয় নিয়েই ওয়েব সাইট লিখেন না কেন আপনার সেই বিষয়টা যেন বারবার পাল্টাতে না হয়।যেমন আপনি প্রথমে ভাবলেন যে সফটওয়্যার নিয়ে একটা সাইট করবো।কিছুদূর যাওয়ার পর মনে হলো যে আপনি এই সাইট থেকে তেমন সুবিধা করতে পারবেন না।তাই সেটাকে পরিবর্তন করতে চান।এতে কি হলো।আপনার সময় ও শ্রমের সিস্টেম লস।তাই আগে থেকেই ভাবুন যে কি নিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন।এতে আপনার লাভ হবে না লস হবে।আগ পাছ ভেবেই তারপর শুরু করুন।

আমরা যেহেতু প্রথমেই ভালো ভালো হাই কম্পিটেশন কী-ওয়ার্ড নিয়ে কাজ করতে পারছি না তাই আমাদের কে এমন কিছু ককী-ওয়ার্ড খুজে বের করতে হবে যার কম্পিটেশন লেভেল কম কিন্তু সেই কী-ওয়ার্ডএ বেশ ভালো ভিজিটর আসে।আর এই কী-ওয়ার্ড খোজার জন্য আপনাকে যেতে হবে এই সাইটে।গুগল এ্যাডওয়াড টুলস থেকে আপনি আপনার কী-ওয়ার্ডটির সার্চ ভলিয়ম সম্পর্কে নাড়ি-নক্ষত্র জানতে পারবেন।যেমন ধরুন আপনার বাছাই করা কী-ওয়ার্ডটি প্রতি মাসে কয়বার সার্চ করা হয়।লোকাল ভাবে কয়জন সার্চ করে সারা বিশ্বে কয়বার সার্চ করা হয়,এই কী-ওয়ার্ডটির Advertiser Competition কেমন,গত মাসের কতবার সার্চ করা হয়েছে,Global Monthly Search Volume কত ইত্যাদি।

মনে করুন আপনি একটা গান ডাউনলোড করার সাইট বানাতে চান।সেক্ষেত্রে আপনার কী-ওয়ার্ডটি সম্ভবত হবার কথা Download song,।যদি নির্দিষ্ট কোন ডেশের মুভি যেমন হিন্দি মুভির সময় কী-ওয়ার্ডটি হবে Download Hindi song.এই কী-ওয়ার্ডটি অনেক বেশি হাই কম্পিটেশনাল। কিন্তু আমাদেরকে আরো কম কম্পিটেশনের কী-ওয়ার্ড খুজতে হবে।আর এই জন্য আমরা সাহায্য নিতে পারি এই সাইটে।প্রথমে আপনি সাইটে প্রবেশ করে আপনার বাছাইয়ের জন্য কী-ওয়ার্ডটি "Find keywords" টাইপ করুন।এর পর Search বাটনে ক্লিক করুন।

এর পর আপনার সামনে বেশ কিছু ফলাফল আসবে।এখন এই ফলাফলে আপনি আপনার দেয়া কী-ওয়ার্ডটির নানা ধরনের ফলাফল দেখতে পারবেন।যেমন এমাসে কয়বার সার্চ করা হয়।লোকাল ভাবে কয়জন সার্চ করে সারা বিশ্বে কয়বার সার্চ করা হয়,এই কী-ওয়ার্ডটির Advertiser Competition কেমন,গত মাসের কতবার সার্চ করা হয়েছে,Global Monthly Search Volume কত ইত্যাদি।

তাছাড়া আপনার কী-ওয়ার্ডটির সাথে মিল রেখে আরো অনেক কী-ওয়ার্ড তারা আপনার সামনে নিয়ে আসবে।একান থেকেই আমাদেরকে সঠিক কী-ওয়ার্ডটি বাছাই করতে হবে।আমাদের এই ফলাফলে দেখতে হবে যে কী-ওয়ার্ডটির Competition রেট কম কিন্তু Global Monthly Searches বা Local Monthly Searches তুলনামূলক ভাবে বেশী।যেমন আমরা "Download Of Hindi song" কী-ওয়ার্ডটির দিকে নজর দিতে পারি।দেখুন এই কী-ওয়ার্ডটিতে Competition লেভেল বেশ কম কিন্তু Global Monthly Search Volume প্রায় ৯৯০০।এর অর্থ হল এই কী-ওয়ার্ডটি বিশ্ব ব্যাপি ৯৯০০ বার সার্চ করা হয়েছে।

আবার download hindi songa কী-ওয়ার্ডটিতে নেই কোন Competition লেভেল।কিন্তু Global Monthly Search Volume ৪৮০।আবার download hindi remix কী-ওয়ার্ডটিতে Competition লেভেল মোটামুটি ভাবে ভালো।এর Global Monthly Search Volume ২২২০০।তো আপনি নিজেই ভাবুন যদি এসব কী-ওয়ার্ড আপনি ভালো করে এসইও করেন তাহলে কেমন ফল আসতে পারে।কিন্তু Download Hindi song কী-ওয়ার্ডটিতে প্রথম পেজে থাকতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।যা নতুনদের পক্ষে সবসময় সম্ভব হয়না।

এভাবে আপনি আপনার মুল কী-ওয়ার্ডটি থেকে অন্যান্য কী-ওয়ার্ড বাছাই করে তার উপর ভিত্তি করে সাইট বানালে আমার মনে হয় অনেক ভালো ফলাফল পেতে পারবেন।এই জন্য প্রথমে বড় কী-ওয়ার্ড নিয়ে কাজ না করে ছোট কী-ওয়ার্ড নিয়ে কাজ শুরু করুন দেখবেন বড় কী-ওয়ার্ড এর পিছনে খেটে আপনি ২ মাসে যা করতে পারছেন না তা আপনি ছোট কী-ওয়ার্ডে খাটিয়ে ১৫ দিনেই করতে পারবেন। এ জন্যই তো বলে "বড় যদি হতে চাও ছোট হও আগে"।

July 21, 2021     |     100 Comments

Please login for comment
Login

7 Comments

Lorem ipsum dolor sit amet, ut qui commodo sensibus, id utinam inermis constituto vim. In nam dolorum interesset, per fierent ponderum ea. Eos aperiri feugiat democritum ne.
200